MISSION STATEMENT & CORE VALUE
- To provide coordinated & comprehensive early childhood development and pre schooling services to special children.
- To provide appropriate related services to children with special needs.e.g.Developmental Assessment, Occupational & Physiotherapy, Speech & Language therapy, Auditory Verbal therapy, Nutritional guidance & parental counseling.
- To Ensure that all specially able children have access to quality early childhood development, care & pre primary education so that they are ready to avail primary education from mainstream schools.
- To encourage parental involvement and understanding the need and importance of Early Childhood Development Program.
- To increase social and public awareness through education , training & distribution of relevant resource materials through different medias .
- To establish a learning hub and resourceful training institution for teachers of special education.
- To provide an appropriate education & services for specially able children that allow them to lead a meaningful life characterized by satisfying social relationship with others , independent living & participation of society at large.
- To provide same standard of special education & services to a few poor special children at subsidized cost or on full or partial scholarship as a part of center’s social responsibility.
আমাদের উদ্দেশ্য:-
১।বিশেষভাবে সক্ষম শিশুদের জন্যই সমন্বিত ও ব্যাপক শৈশব উন্নয়ন শিক্ষাকার্যক্রম ও প্রী স্কুলিং সেবা
প্রদান করা।
২।বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য উপযুক্ত বিভিন্ন সেবাসমূহ ও থেরাপি প্রদান করা।যেমন:-ডেভেলপমেন্টাল এসেসমেণ্ট,অকুপেসনাল ও ফিজিওথেরাপি,স্পীচ ও ল্যাঙ্গুয়েজ থেপারি,অডিওভারবাল থেরাপি,স্বাস্থ্য-পুষ্টি সম্পর্কিত পরামর্শ প্রদান,বাবা -মা দের কে কাউন্সেলিন প্রদান ।
৩।বিশেষভাবে সক্ষম শিশুদেরকে নিশ্চিতভাবে উন্নত ও মানসম্পন্ন পরিবেশে বেড়ে উঠা,প্রী-স্কুলিং ও প্রী-প্রাইমারী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষার জন্য মূল ধারার স্কুলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য প্রস্তুতি প্রদান করা ।
৪। বিশেষভাবে সক্ষম শিশুদের অভিভাবকবৃন্দকে আর্লি চাইলহুদ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ই সি ডি পি) এর উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো এবং কার্যক্রমে তাদের শিশুদের অংশগ্রহণের উৎসাহ প্রদান করা ।
৫। জনসাধারণের জন্য বিভিন্ন সামাজিক মিডিয়াতে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ,ভিডিও ও পোস্টারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা ।
৬। বিশেষ শিক্ষার শিক্ষকদের জন্য একটি উপযুক্ত শিক্ষাকেন্দ্র ও সম্পদশালী প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা ।
৭।বিশেষভাবে সক্ষম শিশুদের উপযুক্ত শিক্ষা ও সেবা প্রদানের মাধ্যমে তাদেরকে সুস্থ সামাজিক পরিবেশে জীবনযাপন, অন্যান্য মানুষদের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা ।
৮। স্বল্প আয়ের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদেরকে সাশ্রয়ী মূল্যে অথবা ক্ষেত্রবিশেষে সম্পূর্ণ ফ্রি সমমানের শিক্ষা,চিকিৎসা ব্যবস্থা ও প্রয়োজনী থেরাপি প্রদান করা।